ওল্ড টেস্টামেন্ট

নববিধান

2 তীমথিয় 2:5-7 পবিত্র বাইবেল (SBCL)

5. তেমনি করে প্রতিযোগিতার খেলায় যোগ দিয়ে কেউ যদি নিয়ম মত না খেলে তবে সে জয়ের মালা পায় না।

6. যে চাষী পরিশ্রম করে তারই প্রথমে ফসলের ভাগ পাওয়া উচিত।

7. আমি যা বলছি তা তুমি চিন্তা করে দেখো, কারণ প্রভুই তোমাকে সব বিষয় বুঝবার ক্ষমতা দান করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন 2 তীমথিয় 2