ওল্ড টেস্টামেন্ট

নববিধান

1 থিষলনীকীয় 3:12-13 পবিত্র বাইবেল (SBCL)

12. প্রভু করুন, আমরা যেমন তোমাদের ভালবাসি ঠিক তেমনি করে তোমাদেরও একের প্রতি অন্যের, এমন কি, সকলের প্রতি ভালবাসা যেন বেড়ে উঠে উপ্‌চে পড়ে।

13. তাহলে তিনি তোমাদের অন্তর স্থির করবেন, যাতে আমাদের প্রভু যীশু যখন তাঁর নিজের সমস্ত লোকদের সংগে নিয়ে আসবেন তখন আমাদের পিতা ও ঈশ্বরের সামনে তোমরা নিখুঁত এবং পবিত্র হও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন 1 থিষলনীকীয় 3