ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ শমূয়েল 23:29-38-39 পবিত্র বাইবেল (SBCL)

29. নটোফাতীয় বানার ছেলে হেলব, বিন্যামীন-গোষ্ঠীর গিবিয়ার রীবয়ের ছেলে ইত্তয়,

30. পিরিয়াথোনীয় বনায়, গাশ উপত্যকার হিদ্দয়,

31. অর্বতীয় অবি-অলবোন, বরহূমীয় অস্‌মাবৎ,

32. শাল্‌বোনীয় ইলিয়হবা, যাশেনের ছেলেরা, যোনাথন,

33. হরারীয় শম্ম, হরারীয় সাররের ছেলে অহীয়াম,

34. মাখাথীয় অহস্‌বয়ের ছেলে ইলীফেলট, গীলোনীয় অহীথোফলের ছেলে ইলীয়াম,

35. কর্মিলীয় হিষ্রয়, অর্বীয় পারয়,

36. সোবা গ্রামের নাথনের ছেলে যিগাল, গাদীয় বানী,

37. অম্মোনীয় সেলক, সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,

38-39. যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব এবং হিত্তীয় ঊরিয়। এঁরা ছিলেন মোট সাঁইত্রিশজন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শমূয়েল 23