ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ রাজাবলি 4:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. স্ত্রীলোকটি তাঁর স্বামীকে বললেন, “এই যে লোকটি প্রায়ই আমাদের এখানে আসেন আমি বুঝতে পেরেছি যে, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক।

10. চল, আমরা ছাদের উপরে একটা ছোট কামরা তৈরী করে তার মধ্যে তাঁর জন্য একটা খাট ও বিছানা, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি। তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”

11. একদিন ইলীশায় এসে সেই উপরের কামরায় গিয়ে শুয়ে রইলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ রাজাবলি 4