ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বংশাবলি 19:1-8-9 পবিত্র বাইবেল (SBCL)

1. যিহূদার রাজা যিহোশাফট যিরূশালেমে তাঁর রাজবাড়ীতে নিরাপদে ফিরে আসলেন।

2. তখন হনানির ছেলে দর্শক যেহূ বের হয়ে তাঁর কাছে গিয়ে বললেন, “দুষ্টদের সাহায্য করা এবং যারা সদাপ্রভুকে ঘৃণা করে তাদের ভালবাসা কি আপনার উচিত হয়েছে? এইজন্য সদাপ্রভুর ক্রোধ আপনার উপর নেমে এসেছে।

3. তবে আপনার মধ্যে কিছু ভালও আছে, কারণ আপনি দেশের আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য আপনার মন স্থির করেছেন।”

4. যিহোশাফট যিরূশালেমে বাস করতেন। তিনি বের্‌-শেবা থেকে শুরু করে ইফ্রয়িমের পাহাড়ী এলাকা পর্যন্ত লোকদের কাছে গিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আবার তাদের মন ফিরিয়ে আনলেন।

5. তিনি দেশের মধ্যে, অর্থাৎ যিহূদার প্রত্যেকটি দেয়াল-ঘেরা গ্রাম ও শহরে বিচারকদের নিযুক্ত করলেন।

6. তিনি বিচারকদের বললেন, “আপনারা সাবধান হয়ে সব কাজ করবেন, কারণ আপনারা কোন মানুষের জন্য নয় বরং সদাপ্রভুর জন্যই বিচার করবেন। বিচারের রায় দেবার সময় তিনি আপনাদের সংগে থাকবেন।

7. সদাপ্রভুর প্রতি ভয় আপনাদের মধ্যে থাকুক। সাবধানে বিচার করবেন, কারণ অবিচার, একচোখামী কিম্বা ঘুষ খাওয়ার সংগে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোন সম্বন্ধ নেই।”

8-9. যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর হয়ে বিচারের রায় দেবার জন্য এবং ঝগড়া-বিবাদের মীমাংসার জন্য কয়েকজন লেবীয়, পুরোহিত এবং ইস্রায়েলীয় বংশের নেতাদের নিযুক্ত করেছিলেন।রাজা ও তাঁর লোকেরা যিরূশালেমে ফিরে আসলে পর তাঁর নিযুক্ত করা বিচারকদের তিনি এই আদেশ দিলেন, “আপনারা সদাপ্রভুকে ভয় করে বিশ্বস্তভাবে এবং সমস্ত অন্তর দিয়ে কাজ করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বংশাবলি 19