ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ শমূয়েল 3:3-13 পবিত্র বাইবেল (SBCL)

3. ঈশ্বরের উদ্দেশে যে বাতি জ্বালানো থাকত তা তখনও নিভে যায় নি। শমূয়েল সদাপ্রভুর ঘরের মধ্যে শুয়ে ছিলেন। সেই ঘরে ঈশ্বরের সাক্ষ্য-সিন্দুকটি ছিল।

4. এমন সময় সদাপ্রভু শমূয়েলকে ডাকলেন। শমূয়েল উত্তর দিলেন, “এই যে আমি।”

5. এই বলে তিনি দৌড়ে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি আমাকে ডেকেছেন?”এলি বললেন, “না, আমি তো তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।” শমূয়েল তখন গিয়ে শুয়ে পড়লেন।

6. সদাপ্রভু আবার শমূয়েলকে ডাকলেন আর শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই তো আমি; আপনি কি আমাকে ডেকেছেন?”এলি বললেন, “না বাবা, আমি তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।”

7. তখনও শমূয়েল সদাপ্রভুকে চিনতেন না; সদাপ্রভু তখনও তাঁর কাছে কথা বলেন নি।

8. সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন আর শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি তো আমাকে ডেকেছেন।” তখন এলি বুঝতে পারলেন সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন।

9. সেইজন্য এলি শমূয়েলকে বললেন, “তুমি গিয়ে শুয়ে পড়। এবার যদি তিনি তোমাকে ডাকেন তবে বলবে, ‘বলুন সদাপ্রভু, আপনার দাস শুনছে।’ ” তখন শমূয়েল গিয়ে তাঁর নিজের জায়গায় শুয়ে পড়লেন।

10. তারপর সদাপ্রভু এসে সেখানে দাঁড়ালেন এবং অন্য বারের মত ডাকলেন, “শমূয়েল, শমূয়েল।”তখন শমূয়েল বললেন, “বলুন, আপনার দাস শুনছে।”

11. সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, আমি ইস্রায়েলীয়দের মধ্যে এমন কিছু করতে যাচ্ছি যার কথা শুনে সবাই শিউরে উঠবে।

12. আমি এলির বংশের বিষয়ে যা কিছু বলেছি তার প্রথম থেকে শেষ পর্যন্ত সবই এলির বিরুদ্ধে পূর্ণ করব।

13. আমি তাকে বলেছি, অন্যায়ের দরুন তার বংশকে আমি চিরকালের জন্য শাস্তি দিতে যাচ্ছি। সে জানত যে, তার ছেলেরা নিজেদের মাথায় অভিশাপ ডেকে আনছে, অথচ সে তাদের সংশোধনের চেষ্টা করে নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শমূয়েল 3