ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ রাজাবলি 16:16-20 পবিত্র বাইবেল (SBCL)

16. ইস্রায়েলীয়েরা ছাউনির মধ্যে যখন শুনতে পেল যে, সিম্রি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছেন তখন সেই দিনই তারা ছাউনির মধ্যে প্রধান সেনাপতি অম্রিকে ইস্রায়েলের রাজা বলে ঘোষণা করল।

17. তখন অম্রি ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।

18. শহরটা অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়ীর দুর্গে গেলেন এবং আগুন লাগিয়ে গোটা রাজবাড়ী পুড়িয়ে দিলেন। সেই সময় তিনি নিজেও পুড়ে মরলেন।

19. তাঁর পাপের জন্যই তাঁকে মরতে হল, কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, অর্থাৎ যারবিয়াম ইস্রায়লীয়দের দিয়ে যেমন পাপ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।

20. সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ রাজাবলি 16