ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বংশাবলি 24:11-28 পবিত্র বাইবেল (SBCL)

11. নবম বারে যেশূয়ের, দশম বারে শখনিয়ের,

12. এগারো বারে ইলীয়াশীবের, বারো বারে যাকীমের,

13. তেরো বারে হুপ্পের, চৌদ্দ বারে যেশবাবের,

14. পনেরো বারে বিল্‌গার, ষোল বারে ইম্মেরের,

15. সতেরো বারে হেষীরের, আঠারো বারে হপ্পিসেসের,

16. ঊনিশ বারে পথাহিয়ের, বিশ বারে যিহিষ্কেলের,

17. একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের,

18. তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।

19. তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা-কাজ করবার জন্য এইভাবে তাঁদের পালা ঠিক করা হল।

20-21. লেবি-গোষ্ঠীর বাকী বংশগুলোর কথা এই:অম্রামের বংশের শবূয়েল ও রহবিয় ছিলেন বংশের পিতা; শবূয়েলের বংশ-নেতা যেহদিয় ও রহবিয়ের বংশ-নেতা যিশিয়।

22. যিষ্‌হরের বংশের পিতা শলোমীৎ ও শলোমীতের বংশ-নেতা যহৎ।

23. হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের পিতা।

24-25. ঊষীয়েলের বংশের মীখা ও যিশিয় ছিলেন বংশের পিতা; মীখার বংশ-নেতা শামীর ও যিশিয়ের বংশ-নেতা সখরিয়।

26. মরারির ছেলে মহলি, মূশি ও যাসিয়;

27. যাসিয়ের বংশের বিনো শোহম, শক্কুর ও ইব্রি ছিলেন বংশের পিতা।

28. মহলির বংশের ইলিয়াসর ও কীশ; ইলিয়াসরের কোন ছেলে ছিল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বংশাবলি 24