ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বংশাবলি 23:12-20 পবিত্র বাইবেল (SBCL)

12. কহাতের চারজন ছেলে হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

13. অম্রামের ছেলেরা হল হারোণ ও মোশি। হারোণ ও তাঁর বংশধরদের চিরকালের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, সদাপ্রভুর সামনে আগুনে করা উৎসর্গের অনুষ্ঠান করতে পারেন, তাঁর সামনে সেবা-কাজ করতে পারেন এবং তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করতে পারেন।

14. কিন্তু ঈশ্বরের লোক মোশির ছেলেদের বাকী লেবীয়দের মধ্যে ধরা হত।

15. মোশির ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।

16. গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।

17. ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোন ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।

18. যিষ্‌হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।

19. হিব্রোণের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।

20. উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বংশাবলি 23