ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বংশাবলি 1:4-11-12 পবিত্র বাইবেল (SBCL)

4. নোহের ছেলেরা হল শেম, হাম ও যেফৎ।

5. যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

6. গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।

7. যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।

8. হামের ছেলেরা হল কূশ, মিসর, পূট ও কনান।

9. কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।

10. কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নিম্রোদ। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।

11-12. লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্‌লূহীয় ও ক্রীটীয়েরা ছিল মিসরের বংশের লোক। কস্‌লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বংশাবলি 1