ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হোশেয় 9:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ইস্রায়েল, অন্যান্য জাতিদের মত তুমি আনন্দের উৎসব কোরো না। তুমি তো তোমার ঈশ্বরকে ত্যাগ করে তাঁর প্রতি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি খামারে তুমি বেশ্যার পাওনা পেয়ে খুশী হয়েছ।

2. এর পরে খামার ও আংগুর মাড়াইয়ের জায়গা লোকদের খাবার দেবে না; তারা নতুন আংগুর-রস পাবে না।

3. তারা সদাপ্রভুর দেশে থাকবে না; ইফ্রয়িম মিসরে ফিরে যাবে এবং আসিরিয়ার অশুচি খাবার খাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হোশেয় 9