ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 9:10-14 পবিত্র বাইবেল (SBCL)

10. সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল সুবুদ্ধির ভিত্তি;সেই পবিত্রজনকে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।

11. সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে,তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।

12. তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপ কারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”

13. নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করেসে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।

14. সে তার ঘরের দরজার পাশেশহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 9