ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 7:7-15 পবিত্র বাইবেল (SBCL)

7. বোকা লোকদের মধ্যে আমি চেয়ে দেখলাম,যুবকদের মধ্যে আমি এমন একজন যুবককে লক্ষ্য করলামযার বুদ্ধির অভাব ছিল।

8. সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল,তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল;

9. তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়েরাতের গভীর অন্ধকার নেমে এসেছিল।

10. সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতেবের হয়ে আসল;তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।

11. সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে,তার পা কখনও ঘরে থাকে না;

12. কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে।

13. সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল,

14. “আমার ঘরে যোগাযোগ-উৎসর্গের মাংস আছে,আজকেই আমি মানত পূরণ করেছি।

15. তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি;আমি তোমার খোঁজ করে তোমাকে পেয়েছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 7