ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 6:22-32 পবিত্র বাইবেল (SBCL)

22. চলবার সময় তা তোমাকে পথ দেখাবে,ঘুমাবার সময় তোমাকে পাহারা দেবেআর জেগে উঠলে তোমার সংগে কথা বলবে;

23. কারণ এই সব আদেশ বাতির মত, এই শিক্ষা আলোর মত,আর কঠোর বকুনি দিয়ে শাসন করাই হল জীবনের পথ।

24. এই সব তোমাকে খারাপ স্ত্রীলোকের হাত থেকে রক্ষা করবে,রক্ষা করবে বিপথে যাওয়া স্ত্রীলোকেরমিষ্টি কথার হাত থেকে।

25. তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে লোভ কোরো না,তার চোখের পাতায় তুমি নিজেকে বন্দী হতে দিয়ো না;

26. কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যেনিয়ে যাবে,আর ব্যভিচারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে।

27. যদি কেউ আগুন তুলে নিয়ে নিজের কোলে রাখেতবে কি তার কাপড় পুড়ে যাবে না?

28. যদি কেউ জ্বলন্ত কয়লার উপরে হাঁটেতবে তার পা কি পুড়ে যাবে না?

29. যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়;যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে।

30. খেতে না পেয়ে খিদে মিটাবার জন্য যে চুরি করে,সেই চোরকে লোকে ঘৃণার চোখে দেখে না।

31. তবুও যখন সে ধরা পড়বেতখন হয়তো তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে,হয়তো তার ঘরের সমস্ত ধনও তাকে দিয়ে দিতে হবে।

32. যে ব্যভিচার করে তার বুদ্ধির অভাব আছে;সে তা করে নিজেকেই ধ্বংস করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 6