ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 4:3-15 পবিত্র বাইবেল (SBCL)

3. আমিও তো আমার বাবার ছেলে ছিলাম,মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।

4. তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন,“তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রেখো;আমার আদেশ মেনে চোলো, তাতে বাঁচবে।

5. জ্ঞান লাভ কর, বিচারবুদ্ধি লাভ কর;আমার কথা ভুলে যেয়ো না, তা থেকে সরে যেয়ো না।

6. জ্ঞানকে ত্যাগ কোরো না, সে-ই তোমাকে রক্ষা করবে;তাকে ভালবেসো, সে-ই তোমার উপর নজর রাখবে।

7. জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা;তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।

8. জ্ঞানকে প্রধান স্থান দাও, সে-ই তোমাকে উঁচুতে তুলবে;তাকে জড়িয়ে ধর, সে তোমাকে সম্মান দেবে।

9. সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালাআর উপহার দেবে সৌন্দর্যের মুকুট।”

10. ছেলে আমার, শোন, আমার কথা তোমার অন্তরে রাখ,তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে।

11. আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি,সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।

12. তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না,দৌড়াবার সময় উছোট খাবে না।

13. উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না;তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।

14. দুষ্টদের পথে তুমি পা দিয়ো না,মন্দ লোকদের পথে হেঁটো না।

15. সেই পথ তুমি এড়িয়ে যাও,তার উপর দিয়ে তুমি হেঁটো না;সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 4