ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 30:18-33 পবিত্র বাইবেল (SBCL)

18. তিনটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে,আসলে চারটা জিনিস আমি বুঝতেই পারি না-

19. কেমন করে ঈগল আকাশে ওড়ে,কেমন করে সাপ পাথরের উপরে চলে,কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে,কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলেজীবনের আরম্ভ হয়।

20. ব্যভিচারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না;সে ব্যভিচারের পরে স্নান করে বলে,“আমি তো কোন অন্যায় করি নি।”

21. পৃথিবী তিনটার ভারে কাঁপে,আসলে চারটার ভার সে সহ্য করতে পারে না-

22. দাসের ভার যখন সে রাজা হয়,নীচমনা লোকের ভার যখন সে পেট ভরে খায়,

23. ঘৃণিতা স্ত্রীলোকের ভার যখন সে স্ত্রীর অধিকার পায়,আর চাকরাণীর ভার যখন সে কর্ত্রীর স্থান পায়।

24. পৃথিবীতে চারটা জিনিস ছোট, তবুও সেগুলো খুব জ্ঞানে পূর্ণ-

25. পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম,তবুও গরমকালে তারা খাবার জমা করে;

26. শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই কম,তবুও খাড়া পাথরের গায়ে তারা ঘর বাঁধে;

27. পংগপালদের রাজা নেই, তবুও তারা সারি বেঁধে এগিয়ে যায়;

28. টিক্‌টিকি হাত দিয়ে ধরা যায়, তবুও সে রাজার বাড়ীতে থাকে।

29. তিনটা জিনিস আছে যারা গৌরবের সংগে পা ফেলে,আসলে চারটা জিনিস গৌরবের সংগে চলে-

30. সিংহ, যে জন্তুদের মধ্যে শক্তিশালীএবং কোন জন্তুর সামনে থেকে পালায় না;

31. বুক ফুলিয়ে হাঁটা মোরগ,পাঁঠা ছাগল,আর সৈন্যদলে ঘেরা রাজা।

32. যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি করকিম্বা অন্যদের বিরুদ্ধে কুমতলব কর,তবে হাত মুখের উপরে চাপা দাও।

33. দুধ ফেটালে যেমন মাখন বের হয়,নাক মোচড়ালে যেমন রক্ত বের হয়,তেমনি রাগকে খুঁচিয়ে তুললে ঝগড়া-বিবাদ বের হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 30