ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 29:9-13 পবিত্র বাইবেল (SBCL)

9. বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করেতবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে,আর তাতে কোন মীমাংসা হবে না। 

10. যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করেএবং সৎ লোককে মেরে ফেলবার চেষ্টা করে।

11. বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।

13. গরীব ও অত্যাচারী একটা ব্যাপারে সমান-সদাপ্রভু তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 29