ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 28:4-8 পবিত্র বাইবেল (SBCL)

4. যারা সদাপ্রভুর আইন-কানুন ত্যাগ করেতারা দুষ্টদের প্রশংসা করে,কিন্তু যারা তা মানে তারা দুষ্টদের বিরুদ্ধে দাঁড়ায়।

5. মন্দ লোকেরা ন্যায়বিচার সম্বন্ধে বোঝে না,কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছামত চলেতাদের ভাল-মন্দ বুঝবার শক্তি আছে।

6. যে ধনী লোক বাঁকা পথে চলেতার চেয়ে বরং সেই গরীব লোকটি ভালযে সততায় চলাফেরা করে।

7. যে ছেলে আইন-কানুন মানে সে বুদ্ধিমান,কিন্তু যে ছেলে পেটুকদের সংগী সে তার বাবার জন্যঅসম্মান নিয়ে আসে।

8. যে কোন রকম সুদ নিয়ে যে লোক তার ধন বাড়ায়,সে তা এমন একজনের জন্য জমায় যে গরীবদের প্রতি দয়ালু।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 28