ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 28:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. কেউ তাড়া না করলেও দুষ্ট লোক পালায়,কিন্তু ঈশ্বরভক্ত লোক সিংহের মত নির্ভয়ে বাস করে।

2. দেশের লোকদের অন্যায়ের ফলে অনেক শাসনকর্তা হয়,কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান শাসনকর্তা শৃঙ্খলা বজায় রাখেন।

3. যে গরীব নেতা অসহায়দের উপর অত্যাচার করেসে এমন বৃষ্টির ঢলের মত যার পরে আর কোন ফসল থাকে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 28