ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 25:21-27 পবিত্র বাইবেল (SBCL)

21. তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও,যদি তার পিপাসা পায় তাকে জল দাও;

22. তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে,আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দেবেন।

23. উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে,তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।

24. ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

25. পিপাসিত লোকের জন্য যেমন ঠাণ্ডা জল,তেমনি দূর দেশ থেকে আসা ভাল সংবাদ।

26. ঘোলা করে ফেলা আর দূষিত করা ফোয়ারার জল যেমন,দুষ্ট লোকের দরুন পাপে পড়া ঈশ্বরভক্ত লোক তেমনি।

27. বেশী মধু খাওয়া ভাল নয়;গৌরব পাবার জন্য চেষ্টা করাও ভাল নয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 25