ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 23:28-31 পবিত্র বাইবেল (SBCL)

28. ঐ রকম স্ত্রীলোক ডাকাতের মত ওৎ পেতে থাকে,আর মানুষের মধ্যে অবিশ্বস্ত লোকদের সংখ্যা বাড়ায়।

29. কে হায় হায় করে? কে বিলাপ করে?কে ঝগড়া করে? কে বকবক করে?কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়?

30. যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়;তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়।

31. মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের,যদিও তা পেয়ালায় চক্‌মক্‌ করে,যদিও তা সহজে গলায় নেমে যায়;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 23