ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 23:1-9 পবিত্র বাইবেল (SBCL)

1. তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে,তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে।

2. যদি তুমি পেটুক হও তবে সাবধান!তুমি নিজেকে দমনে রেখে খেয়ো।

3. তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না,কারণ সেই খাবার দেবার পিছনে থাকেশাসনকর্তার কোন উদ্দেশ্য।

4. ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না;এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর নির্ভর কোরো না।

5. ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই,কারণ সেগুলোতে পাখা গজাবেইআর ঈগলের মত আকাশে উড়ে যাবে।

6. লোভী লোকের খাবার খেয়ো না;তার দামী দামী খাবার খেতে চেয়ো না;

7. কারণ সে এমন লোক যে সব সময়তার খাবারের দামের কথা ভাবে।সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,”কিন্তু সে মনে-মুখে এক নয়।

8. যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে,আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে।

9. বিবেচনাহীন লোকের কাছে কথা বোলো না;তোমার কথার মধ্যে যে জ্ঞান রয়েছে তা সে তুচ্ছ করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 23