ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 23:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে,তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে।

2. যদি তুমি পেটুক হও তবে সাবধান!তুমি নিজেকে দমনে রেখে খেয়ো।

3. তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না,কারণ সেই খাবার দেবার পিছনে থাকেশাসনকর্তার কোন উদ্দেশ্য।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 23