ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 22:18-28 পবিত্র বাইবেল (SBCL)

18. সেই শিক্ষা তোমার অন্তরে রাখলে তুমি সুখী হবে;তা সব সময় তোমার ঠোঁটের আগায় থাকুক।

19. তুমি যাতে সদাপ্রভুর উপর নির্ভর করতে পারসেইজন্য আমি আজ তোমাকে, তোমাকেই এই সব জানালাম।

20. পরামর্শ ও জ্ঞান সম্বন্ধে আমি কি তোমার জন্যত্রিশটা উপদেশের কথা লিখি নি?

21. আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য বাক্য শিক্ষা দিই নি,যাতে তুমি তা দিতে পার তাদের কাছেযারা তোমাকে পাঠিয়েছে?

22. একজন লোক অসহায় বলে জোর করে তার জিনিস নিয়ো না,আর বিচার-স্থানে অভাবীর সর্বনাশ কোরো না;

23. কারণ সদাপ্রভু মামলায় তাদের পক্ষ নেবেন,আর যারা তাদের জিনিস কেড়ে নেয়তিনি তাদের প্রাণ কেড়ে নেবেন।

24. বদমেজাজী লোকের সংগে বন্ধুত্ব কোরো না;যে সহজে রেগে যায় তার সংগে মেলামেশা কোরো না।

25. তা করলে তুমি তার মত চলাফেরা করতে শিখবেআর নিজেকে ফাঁদে ফেলবে।

26. হাতে হাত রেখে কারও ঋণের জামিন হোয়ো না;

27. তুমি যদি তা শোধ দিতে না পারতবে তোমার গায়ের নীচ থেকেতোমার বিছানাটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে।

28. তোমার পূর্বপুরুষেরা সীমানার যে চিহ্ন-পাথরস্থাপন করে গেছেন,সেই চিহ্ন তুমি সরিয়ে দিয়ো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 22