ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 20:21-29 পবিত্র বাইবেল (SBCL)

21. বাবার সম্পত্তির অধিকার যদি তাড়াতাড়ি পাওয়া যায়তবে শেষে তাতে আশীর্বাদ পাওয়া যাবে না।

22. তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।”সদাপ্রভুর জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকেতোমাকে রক্ষা করবেন।

23. সদাপ্রভু বেঠিক বাটখারা ঘৃণা করেন;ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।

24. বীরপুরুষের চলবার পথ যদি সদাপ্রভুই ঠিক করে দেন,তাহলে সাধারণ মানুষ তার নিজের পথকেমন করে বুঝতে পারবে?

25. ভেবে না দেখে তাড়াতাড়ি করেসদাপ্রভুর উদ্দেশে কোন কিছু মানত করামানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।

26. চাপ দিয়ে যেমন শস্য মাড়াই করা হয়,তেমনি জ্ঞানী রাজা তাঁর ক্ষমতা ব্যবহার করেদুষ্টদের দূর করে দেন।

27. মানুষের আত্মা হল সদাপ্রভুর বাতি;তা মানুষের অন্তরের গভীর জায়গাগুলো খুঁজে দেখে।

28. বিশ্বস্ততা আর সততা রাজাকে নিরাপদে রাখে;বিশ্বস্ততার মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকে।

29. যুবকদের শক্তিই হল তাদের সৌন্দর্য,আর বুড়োদের গৌরব হল পাকা চুল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 20