ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 20:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. যে লোক আংগুর-রস খেয়ে মাতাল হয় সে ঠাট্টা-বিদ্রূপ করে,আর যে মদ খায় সে তুমুল ঝগড়া-বিবাদ করে;এগুলো খেয়ে যে মাতাল হয় সে জ্ঞানী নয়।

2. রাজার রাগ সিংহের গর্জনের মত;তাঁকে যে রাগায় সে নিজের প্রাণকে বিপদে ফেলে।

3. ঝগড়া-বিবাদ এড়িয়ে যাওয়ার ফলে মানুষ সম্মান পায়;যাদের বিবেক অসাড় তারা প্রত্যেকেইঝগড়া করতে প্রস্তুত থাকে।

4. অলস শীতকালে চাষ করে না,সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।

5. মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা জল,কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 20