ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 19:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলেতার চেয়ে সেই গরীব লোকটি ভালযে সততায় চলাফেরা করে।

2. আবার জ্ঞানহীন হওয়াও ভাল নয়;যে লোক তাড়াহুড়া করে সব কাজ করতে যায়সে ভুল করে।

3. মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়,কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে।

4. ধন অনেক বন্ধু নিয়ে আসে,কিন্তু তবুও গরীব লোক তার বন্ধু হারায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 19