ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 18:14-23 পবিত্র বাইবেল (SBCL)

14. দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে,কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?

15. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে,আর জ্ঞানীদের কান জ্ঞানের খোঁজ করে।

16. উপহার মানুষের জন্য পথ করে দেয়আর বড়লোকদের সামনে তাকে উপস্থিত করে।

17. মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলেতার কথা সত্যি মনে হয়,যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।

18. গুলিবাঁট করে ঝগড়া বন্ধ করা হয়আর দুই বলবান পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।

19. ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাইশক্তিশালী শহরের চেয়েও শক্ত;আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর ফটকের শক্ত হুড়কার মত।

20. মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করেতাতে তার অন্তর ভরে যায়;তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।

21. মুখের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু;যারা উপযুক্ত কথা বলতে ভালবাসে তারা তার ফল লাভ করবে।

22. যে লোক স্ত্রী পায় সে আশীর্বাদ পায়আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়।

23. গরীব লোক দয়া পাবার জন্য কাকুতি-মিনতি করে,কিন্তু ধনী অপমানে ভরা কড়া জবাব দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 18