ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 17:24-27 পবিত্র বাইবেল (SBCL)

24. যার বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের দিকে মনোযোগ দেয়,কিন্তু বিবেচনাহীন লোকের মন দুনিয়ার সব দিকেই ঘুরে বেড়ায়।

25. বিবেচনাহীন ছেলে বাবাকে বিরক্ত করে তোলে,আর যে তাকে গর্ভে ধরেছে তার মন সে তেতো করে দেয়।

26. নির্দোষ লোককে জরিমানা করাকিম্বা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়।

27. বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে;যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 17