ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 15:28-32 পবিত্র বাইবেল (SBCL)

28. ঈশ্বরভক্ত লোকের অন্তর চিন্তা করে উত্তর দেয়,কিন্তু দুষ্টদের মুখ থেকে মন্দ কথার স্রোত বের হয়ে আসে।

29. সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি ঈশ্বরভক্তদের প্রার্থনা শোনেন।

30. আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়,আর মংগলের খবর হাড়-মাংসকে পুষ্ট করে।

31. যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয়সে জ্ঞানীদের মধ্যে বাস করবে।

32. যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে,কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 15