ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 15:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. নরম উত্তর রাগ দূর করে,কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।

2. জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে,কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামিস্রোতের মত বের হয়ে আসে।

3. সদাপ্রভুর চোখ সবখানেই আছে;তা ভাল ও মন্দ লোকদের উপর নজর রাখে।

4. যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 15