ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 14:8-24 পবিত্র বাইবেল (SBCL)

8. বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান,কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা।

9. অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়েএকে অন্যের সংগে বাঁধা থাকে,কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে মংগল করবার ইচ্ছা দিয়ে।

10. যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে;একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।

11. দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।

12. একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়,কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।

13. হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে,আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।

14. অবিশ্বস্ত লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।

15. বোকা লোক সব কথাই বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।

16. জ্ঞানী লোক মন্দকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।

17. বদমেজাজী লোক বোকার মত কাজ করে,আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।

18. বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা,আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান।

19. মন্দ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়,আর দুষ্টেরা ঈশ্বরভক্ত লোকদের দরজার কাছে নত হয়।

20. গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে,কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে।

21. যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে সে পাপ করে,কিন্তু যে অভাবীদের প্রতি দয়া করে সে ধন্য।

22. যারা মন্দ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না?কিন্তু যারা মংগল করবার পরিকল্পনা করেতাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।

23. সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে,কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়।

24. জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন,কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 14