ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 14:26-34 পবিত্র বাইবেল (SBCL)

26. সদাপ্রভুর প্রতি ভক্তিপুর্ণ ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসেআর তার ছেলেমেয়েদের জন্য আশ্রয়স্থান থাকে।

27. সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় জীবনের ফোয়ারার মত;তা লোককে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।

28. লোকসংখ্যা বেশী হলে রাজার গৌরব হয়,কিন্তু প্রজা কম থাকলে রাজার সর্বনাশ হয়।

29. যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান,কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।

30. শান্ত মন দেহকে সুস্থ রাখে,কিন্তু হিংসা দেহকে অসুস্থ করে তোলে।

31. যে লোক গরীবের উপর অত্যাচার করেসে তার সৃষ্টিকর্তাকে অপমান করে,কিন্তু যে লোক অভাবীকে দয়া করেসে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।

32. দুষ্টদের অন্যায় কাজ তাদের পতন ঘটায়,কিন্তু ঈশ্বরভক্ত লোকদের মৃত্যুর সময়েও আশা থাকে।

33. যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে,কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞানজাহির করবার জন্য ব্যস্ত হয়।

34. ঈশ্বরের প্রতি ভক্তি জাতিকে সম্মানিত করেকিন্তু পাপ জাতিকে অসম্মানে ফেলে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 14