ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 13:5-19 পবিত্র বাইবেল (SBCL)

5. ঈশ্বরভক্ত লোক মিথ্যাকে ঘৃণা করে,কিন্তু দুষ্ট লোক লজ্জা ও দুর্নামের কারণ হয়।

6. ঈশ্বরের প্রতি ভক্তি সৎ লোককে রক্ষা করে,কিন্তু দুষ্টতা পাপীদের সর্বনাশ ঘটায়।

7. কেউ নিজেকে ধনী দেখায় কিন্তু তার কিছুই নেই;আবার কেউ নিজেকে গরীব দেখায় কিন্তু তার অনেক ধন আছে।

8. ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়,কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।

9. ঈশ্বরভক্তদের আলো উজ্জ্বলভাবে জ্বলে,কিন্তু দুষ্টদের বাতি নিভে যায়।

10. অহংকার কেবল ঝগড়া-বিবাদের সৃষ্টি করে,কিন্তু যারা উপদেশ শোনে তাদের কাছে জ্ঞান পাওয়া যায়।

11. পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়,কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।

12. আশা পূর্ণ হতে দেরি হলে অন্তর ভেংগে পড়ে,কিন্তু ইচ্ছার পরিপূর্ণতা জীবন-গাছের মত।

13. যে লোক ঈশ্বরের বাক্য তুচ্ছ করে সে নিজের সর্বনাশ করে,কিন্তু যে লোক ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের আদেশ মানেসে তার পাওনা পায়।

14. জ্ঞানী লোকের দেওয়া শিক্ষা জীবনের ফোয়ারার মত;তা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।

15. যার বুদ্ধি ভাল সে সম্মান পায়,কিন্তু অবিশ্বস্ত লোকেরা শেষ হয়ে যাবে।

16. সতর্ক লোক জ্ঞানের সংগে কাজ করে,কিন্তু বিবেচনাহীন লোক তার নির্বুদ্ধিতা প্রকাশ করে।

17. দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে,কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা মংগল আনে।

18. যে লোক শাসন অগ্রাহ্য করে সে অভাবে পড়ে ও লজ্জা পায়,কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে সম্মানিত হয়।

19. মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়,কিন্তু বিবেচনাহীনেরা মন্দ থেকে দূরে সরে যেতেঘৃণা বোধ করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 13