ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 13:15-24 পবিত্র বাইবেল (SBCL)

15. যার বুদ্ধি ভাল সে সম্মান পায়,কিন্তু অবিশ্বস্ত লোকেরা শেষ হয়ে যাবে।

16. সতর্ক লোক জ্ঞানের সংগে কাজ করে,কিন্তু বিবেচনাহীন লোক তার নির্বুদ্ধিতা প্রকাশ করে।

17. দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে,কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা মংগল আনে।

18. যে লোক শাসন অগ্রাহ্য করে সে অভাবে পড়ে ও লজ্জা পায়,কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে সম্মানিত হয়।

19. মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়,কিন্তু বিবেচনাহীনেরা মন্দ থেকে দূরে সরে যেতেঘৃণা বোধ করে।

20. জ্ঞানীদের সংগে যে চলাফেরা করে সে জ্ঞানী হয়,কিন্তু যে লোক বিবেচনাহীনদের সংগী তার ক্ষতি হয়।

21. অমংগল পাপীদের পিছনে পিছনে ছুটে আসে,কিন্তু মংগল হল ঈশ্বরভক্তদের পাওনা।

22. ভাল লোক তার নাতিপুতিদের জন্য অধিকার রেখে যায়,কিন্তু পাপীর ধন ঈশ্বরভক্তদের জন্যই জমা করা হয়।

23. গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়,কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।

24. যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না,কিন্তু যে তাকে ভালবাসেসে তার শাসনের দিকে মনোযাগ দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 13