ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 12:17-27 পবিত্র বাইবেল (SBCL)

17. সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়,কিন্তু মিথ্যবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।

18. বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে,কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।

19. সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী,কিন্তু মিথ্যাবাদীর কথা অল্পকাল স্থায়ী।

20. যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে,কিন্তু যারা মংগলের পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।

21. ঈশ্বরভক্ত লোকদের জীবনে অমংগল হয় না,কিন্তু দুষ্টদের জীবন অমংগলে পূর্ণ থাকে।

22. মিথ্যাবাদী মুখকে সদাপ্রভু ঘৃণা করেন,কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলেতাদের উপর তিনি সন্তুষ্ট হন।

23. সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না,কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।

24. পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে,কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।

25. দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে,কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।

26. ঈশ্বরভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়,কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।

27. অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না,কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 12