ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 11:26-30 পবিত্র বাইবেল (SBCL)

26. যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,কিন্তু যে তা বিক্রি করে সে আশীর্বাদের পাত্র হয়।

27. যে মংগলের খোঁজ করে সে দয়া পায়,কিন্তু যে মন্দের খোঁজ করে তার উপর তা-ই ঘটবে।

28. যে তার ধনের উপর নির্ভর করে তার পতন হবে,কিন্তু ঈশ্বরভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।

29. যে তার পরিবারে কষ্ট নিয়ে আসেতার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না;আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের দাস হবে।

30. ঈশ্বরভক্ত লোক অন্যদের কাছে জীবন-গাছের মত;যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 11