ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 11:12-23 পবিত্র বাইবেল (SBCL)

12. যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্‌ সামলায়।

13. যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গুপ্ত কথা বলে দেয়,কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।

14. উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়,কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।

15. যে অন্যের জামিন হয় সে নিশ্চয়ই কষ্ট পাবে,কিন্তু যে জামিন হতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।

16. সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে,আর অত্যাচারী লোকেরা ধন লাভ করে।

17. দয়ালু লোক নিজের উপকার করে,কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।

18. দুষ্ট লোক যা আয় করে তা মিথ্যা,কিন্তু যে ঈশ্বরভক্তির বীজ বোনেসে সত্যিই তার ফসল কাটবে।

19. যে ঈশ্বরভক্তিতে অটল সে পরিপূর্ণ জীবন পায়,কিন্তু যে মন্দতার পিছনে দৌড়ায় সে নিজের মৃত্যু ডেকে আনে।

20. যাদের অন্তর কুটিল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,কিন্তু যারা নিখুঁত জীবন কাটায় তাদের উপর তিনি সন্তুষ্ট হন।

21. তোমরা নিশ্চয় জেনো দুষ্টেরা শাস্তি পাবেই পাবে,কিন্তু ঈশ্বরভক্তেরা কোন শাস্তি পাবে না।

22. শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়,তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার ভাল-মন্দের বোধ নেই।

23. ঈশ্বরভক্তের মনের ইচ্ছা মংগল বয়ে আনে,কিন্তু দুষ্ট লোকের আশার বদলেকেবল ঈশ্বরের ক্রোধ নেমে আসে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 11