ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিতোপদেশ 1:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. আমাদের সংগেই তোমার ভাগ্য তুমি জুড়ে নাও,আমাদের টাকার থলি একটাই হবে।”

15. ছেলে আমার, তুমি ওদের সংগে যেয়ো না,ওদের পথে তোমার পা ফেলো না;

16. কারণ ওদের পা পাপের দিকে দৌড়ায়,খুন করবার জন্য ওরা ছুটে চলে।

17. লোকে বলে, “পাখীর চোখের সামনে জাল পাতলেকোন লাভ হয় না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিতোপদেশ 1