ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সখরিয় 7:1-8-9 পবিত্র বাইবেল (SBCL)

1. রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিষ্‌লেব নামে নবম মাসের চার দিনের দিন সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে প্রকাশিত হল।

2. সেই সময় সদাপ্রভুর আশীর্বাদ চাইবার জন্য বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাদের লোকদের পাঠিয়ে দিল।

3. তারা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ঘরের পুরোহিতদের ও নবীদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠাল, “আমরা এত বছর যেমন করে এসেছি সেইভাবে কি পঞ্চম মাসে শোক প্রকাশ ও উপবাস করব?”

4. তখন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে বললেন,

5. “তুমি দেশের সব লোক ও পুরোহিতদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ তা সদাপ্রভুর উদ্দেশ্যে কর নি।

6. আর যখন তোমরা খাওয়া-দাওয়া করেছ তখন তা নিজেদের জন্যই করেছ।

7. যখন যিরূশালেম ও তার আশেপাশের শহরগুলোতে লোকজন বাস করছিল ও সেগুলোর অবস্থার উন্নতি হয়েছিল আর নেগেভ ও পশ্চিমের নীচু পাহাড়ী এলাকায় লোকদের বসতি ছিল তখনও সদাপ্রভু এই সব কথা আগেকার নবীদের মধ্য দিয়ে বলেছিলেন।’ ”

8-9. সদাপ্রভু আবার আমাকে বললেন, “আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের এ-ও বলেছিলাম, ‘তোমরা ন্যায়ভাবে বিচার কর; একে অন্যের কাছে বিশ্বস্ত হও ও মমতাপূর্ণ ব্যবহার কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সখরিয় 7