ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সখরিয় 5:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে আমি আবার তাকিয়ে দেখতে পেলাম খোলা অবস্থায় একটা গুটানো বই উড়ছে।

2. তিনি আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?”উত্তরে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত বই দেখতে পাচ্ছি।”

3. তিনি আমাকে বললেন, “এটা হল সেই অভিশাপ যা সমস্ত দেশে প্রকাশিত হবে। তার একদিকে লেখা কথা অনুসারে সব চোরদের দূর করে দেওয়া হবে আর অন্য দিকের কথা অনুসারে মিথ্যা শপথকারীদেরও দূর করে দেওয়া হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সখরিয় 5