ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সখরিয় 1:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের অষ্টম মাসে সদাপ্রভুর বাক্য নবী সখরিয়ের কাছে প্রকাশিত হল। সখরিয় ছিলেন বেরিখিয়ের ছেলে আর বেরিখিয় ইদ্দোর ছেলে।

2. সদাপ্রভু সখরিয়কে বললেন, “তোমাদের পূর্বপুরুষদের উপর আমি খুবই অসন্তুষ্ট হয়েছিলাম।

3. সেইজন্য তুমি লোকদের বল যে, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, ‘তোমরা আমার দিকে ফেরো, তাতে আমিও তোমাদের দিকে ফিরব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সখরিয় 1