ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় পুস্তক 13:51-52 পবিত্র বাইবেল (SBCL)

তারপর সেই সাত দিনের শেষের দিন পুরোহিত আবার সেটা দেখবে। যদি এর মধ্যে সেই কাপড় কিম্বা টানা-পোড়েনের সুতা কিম্বা চামড়া বা চামড়ার জিনিসের উপরকার ছাৎলা ছড়িয়ে গিয়ে থাকে তবে বুঝতে হবে সেটাতে ক্ষয়-করা ছাৎলা ধরেছে আর জিনিসটা অশুচি হয়ে গেছে। তখন সেই ছাৎলা-ধরা জিনিসটা পুড়িয়ে দিতে হবে, কারণ ওটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। জিনিসটা তাই পুড়িয়ে দিতেই হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় পুস্তক 13

প্রেক্ষাপটে লেবীয় পুস্তক 13:51-52 দেখুন