ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিহোশূয় 9:3-4-22 পবিত্র বাইবেল (SBCL)

3-4. যিরীহো এবং অয়ের অবস্থা যিহোশূয় যা করেছেন তা যখন গিবিয়োন শহরের বাসিন্দা হিব্বীয়েরা শুনল তখন তারা একটা চালাকি খাটাল। তাদের পক্ষ থেকে এক দল লোক যিহোশূয়ের কাছে রওনা হল। তারা তাদের গাধার উপরে পুরানো বস্তা এবং ফাটা ও তালি দেওয়া আংগুর-রস রাখবার পুরানো চামড়ার থলি চাপালো।

5. তারা পায়ে দিল পুরানো ও তালি দেওয়া জুতা এবং গায়ে পরল পুরানো কাপড়। পথে খাবার হিসাবে তারা যে সব রুটি নিল তা ছিল টুকরা টুকরা শুকনা রুটি।

6. এইভাবে তারা গিল্‌গলে ইস্রায়েলীয়দের ছাউনিতে যিহোশূয়ের সামনে উপস্থিত হল। তারা তাঁকে ও ইস্রায়েলীয়দের বলল, “আমরা অনেক দূর দেশ থেকে এসেছি; আপনারা আমাদের সংগে সন্ধি করুন।”

7. তখন ইস্রায়েলীয়েরা সেই হিব্বীয়দের বলল, “খুব সম্ভব আপনারা আমাদের কাছাকাছিই থাকেন। যদি তা-ই হয় তবে কেমন করে আমরা আপনাদের সংগে সন্ধি করব?”

8. তারা যিহোশূয়কে বলল, “দেখুন, আমরা আপনার দাস।”তখন যিহোশূয় তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কারা, আর কোথা থেকেই বা এসেছেন?”

9. উত্তরে তারা বলল, “আপনার ঈশ্বর সদাপ্রভুর সুনাম শুনে আপনার এই দাসেরা অনেক দূর দেশ থেকে এসেছে। তিনি মিসর দেশে যা করেছিলেন তার খবর আমরা পেয়েছি।

10. এছাড়া তিনি হিষবোনের রাজা সীহোন এবং অষ্টারোতে বাসকারী বাসনের রাজা ওগ- যর্দনের পূর্ব দিকের এই দুই ইমোরীয় রাজার যে দশা করেছিলেন তার কথাও আমরা শুনেছি।

11. আমাদের বৃদ্ধ নেতারা এবং আমাদের দেশের বাসিন্দারা সবাই আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন যাত্রাপথের জন্য খাবার সংগে নিয়ে আপনাদের সংগে দেখা করে বলি, ‘আমরা আপনাদের দাস এবং আপনারা আমাদের সংগে একটা সন্ধি করুন।’

12. আপনাদের কাছে রওনা হওয়ার দিনে আমরা বাড়ী থেকে গরম গরম রুটি বেঁধে নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখন দেখুন, সেই রুটি শুকিয়ে টুকরা টুকরা হয়ে গেছে।

13. আংগুর-রস রাখবার থলিগুলোও ভরে নিয়েছিলাম এবং সেগুলো নতুন ছিল কিন্তু দেখুন, এখন সেগুলো কি রকম ফেটে গেছে। এত দূরের পথ আসতে আমাদের পায়ের জুতা আর গায়ের কাপড়ও পুরানো হয়ে গেছে।”

14. ইস্রায়েলীয়েরা তাদের খাবার নিয়ে দেখল বটে কিন্তু সদাপ্রভুর মতামত জিজ্ঞাসা করল না।

15. যিহোশূয় তাদের সংগে সন্ধি করলেন এবং তাদের মেরে ফেলবেন না বলে একটা চুক্তি করলেন, আর ইস্রায়েলীয় সমাজের নেতারাও সেই সম্বন্ধে শপথ করলেন।

16. গিবিয়োনীয়দের সংগে সন্ধি করবার তিন দিন পরেই ইস্রায়েলীয়েরা শুনতে পেল যে, তারা আসলে তাদের প্রতিবেশী আর তারা কাছেই বাস করে।

17. তখন ইস্রায়েলীয়েরা তাদের এলাকার দিকে রওনা হল আর তিন দিনের দিন সেখানে গিয়ে পেীঁছাল। তাদের এলাকায় ছিল গিবিয়োন, কফীরা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম শহর।

18. ইস্রায়েলীয়েরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ তাদের সমাজের নেতারা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন।এতে নেতাদের বিরুদ্ধে গোটা ইস্রায়েল সমাজটাই বিরক্তি প্রকাশ করতে লাগল।

19. তাতে সমস্ত নেতারা তাদের বললেন, “আমরা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছি তাই এখন আমরা তাদের গায়ে হাত তুলতে পারি না।

20. তবে আমরা তাদের জন্য এই কাজ করব, আমরা তাদের প্রাণে মারব না যেন আমরা তাদের কাছে যে শপথ করেছি তা ভাংবার দরুন সদাপ্রভুর ক্রোধ আমাদের উপর না পড়ে।”

21. তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক।” সেইজন্য গিবিয়োনীয়দের সম্বন্ধে নেতাদের কথা অনুসারে তারা ইস্রায়েলীয় সমাজের সমস্ত লোকদের জন্য কাঠ কাটবার এবং জল আনবার লোক হল।

22. এর পর যিহোশূয় গিবিয়োনীয়দের ডেকে বললেন, “তোমরা আমাদের কাছ থেকে অনেক দূরে থাক এই কথা বলে কেন আমাদের ঠকালে? আসলে তোমরা তো আমাদের কাছেই বাস কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিহোশূয় 9