ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিহোশূয় 3:15-16 পবিত্র বাইবেল (SBCL)

ফসল কাটবার গোটা সময়টাতে সাধারণতঃ যর্দন নদীর দু’পারই জলে ভেসে যায়। কিন্তু সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দনের কাছে পৌঁছাবার পর যেই তাঁরা জলে পা দিলেন অমনি উপর থেকে ভাটির দিকে বয়ে আসা জলের স্রোত থেমে গেল। সেই জল অনেক দূরে সর্তন শহরের কাছাকাছি আদম গ্রামের কাছে উঁচু হয়ে দাঁড়িয়ে গেল; আর তাতে যে জল অরাবার সাগরের দিকে, অর্থাৎ লবণ সমুদ্রের দিকে বয়ে যাচ্ছিল তা একেবারে বন্ধ হয়ে গেল। এতে ইস্রায়েলীয়েরা যিরীহো শহরের ঠিক উল্টা দিক থেকে নদীটা পার হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিহোশূয় 3

প্রেক্ষাপটে যিহোশূয় 3:15-16 দেখুন