ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিহোশূয় 12:5-22-24 পবিত্র বাইবেল (SBCL)

5. হর্মোণ পাহাড়, সল্‌খা, গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত সমস্ত বাশন দেশটা এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমা পর্যন্ত গিলিয়দের বাকী অর্ধেক অংশ তাঁর শাসনের অধীনে ছিল।

6. ইস্রায়েলীয়েরা এবং সদাপ্রভুর দাস মোশি এই দু’জন রাজাকে হারিয়ে দিয়েছিলেন। তিনি তাদের জায়গাগুলো সম্পত্তি হিসাবে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়ে গিয়েছিলেন।

7. লেবানন উপত্যকার বাল্‌গাদ থেকে সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় পর্যন্ত যর্দন নদীর পশ্চিম দিকের এলাকার রাজাদের যিহোশূয় এবং ইস্রায়েলীয়েরা হারিয়ে দিয়েছিল। তাদের জায়গাগুলো যিহোশূয় সম্পত্তি হিসাবে ইস্রায়েলীয়দের বিভিন্ন গোষ্ঠী অনুসারে ভাগ করে দিয়েছিলেন।

8. এই জায়গাগুলো হল উঁচু পাহাড়ী এলাকা, নীচু পাহাড়ী জায়গা, অরাবা, পাহাড়ের ঢালু জায়গা, পূর্ব দিকের মরু-এলাকা এবং নেগেভ। এগুলো ছিল হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের জায়গা।

9. এই সব জায়গার যে রাজাদের হারিয়ে দেওয়া হয়েছিল তাঁরা হলেন: যিরীহোর রাজা, বৈথেলের কাছে অয়ের রাজা,

10-12. যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা, ইগ্লোনের রাজা, গেষরের রাজা,

13. দবীরের রাজা, গেদরের রাজা,

14. হর্মার রাজা, অরাদের রাজা,

15-17. লিব্‌নার রাজা, অদুল্লমের রাজা, মক্কেদার রাজা, বৈথেলের রাজা, তপূহের রাজা, হেফরের রাজা,

18. অফেকের রাজা, লশারোণের রাজা,

19. মাদোনের রাজা, হাৎসোরের রাজা,

20. শিম্রোণ-মরোণের রাজা, অক্‌ষফের রাজা,

21. তানকের রাজা, মগিদ্দোর রাজা,

22-24. কেদশের রাজা, কর্মিলের যকিয়ামের রাজা, দোরের পাহাড়ী জায়গার দোরের রাজা, গিল্‌গলের গোয়ীমের রাজা এবং তির্সার রাজা। এই রাজারা ছিলেন মোট একত্রিশ জন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিহোশূয় 12