ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিহিষ্কেল 23:13-19 পবিত্র বাইবেল (SBCL)

13. আমি দেখলাম সে-ও নিজেকে অশুচি করল; দু’জনে একই পথে গেল।

14. “কিন্তু অহলীবা তার বেশ্যাগিরিতে আরও এগিয়ে গেল। সে দেয়ালের উপর লাল রংয়ে আঁকা বাবিলীয় পুরুষদের ছবি দেখল।

15. কোমরে তাদের কোমর-বাঁধনি, মাথার উপর উড়ন্ত পাগড়ী; তারা সবাই দেখতে বাবিল দেশের সেনাপতিদের মত।

16. তাদের দেখামাত্রই তাদের প্রতি তার কামনা জাগল এবং সে বাবিলে তাদের কাছে লোক পাঠাল।

17. তাতে বাবিলীয়েরা তার কাছে এসে তার সংগে বিছানায় গেল এবং ব্যভিচার করে তাকে অশুচি করল। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।

18. সে খোলাখুলিভাবেই যখন তার বেশ্যাগিরি চালাতে লাগল এবং তার উলংগতা প্রকাশ করল তখন আমি তাকে ঘৃণা করলাম, যেমন আমি তার বোনকে ঘৃণা করেছিলাম।

19. যৌবনে যখন সে মিসরে বেশ্যা ছিল তখনকার দিনগুলো মনে করে সে আরও বেশী ব্যভিচার করতে লাগল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিহিষ্কেল 23