ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 60:5-14 পবিত্র বাইবেল (SBCL)

5. তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে,মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে;সাগরের ধন তোমার কাছে আনা হবে,জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।

6. মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে,ছেয়ে যাবে মিদিয়ন ও ঐফার শক্তিশালী উটে।তারা সোনা আর সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবেআর সদাপ্রভুর গৌরব ঘোষণা করবে।

7. কেদরের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে,নবায়োতের ভেড়া তোমার কাজে লাগবে;আমার বেদীর উপরে উৎসর্গ হিসাবে আমি সেগুলো গ্রহণ করব,আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।

8. “নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসেতেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?

9. সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে;তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকেবড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে।ইস্রায়েলের সেই পবিত্রজনের,তোমার ঈশ্বর সদাপ্রভুর গৌরব করবার জন্যতোমার ছেলেরা আসছে,কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।

10. “বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবেআর তাদের রাজারা তোমার সেবা করবে।যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিতবুও দয়া করে আমি তোমাকে মমতা করব।

11. তোমার ফটকগুলো সব সময় খোলা থাকবে,দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে নাযাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে;তাদের রাজাদেরও নিয়ে আসা হবে।

12. যে জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তা ধ্বংস হবে,তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

13. “লেবাননের গৌরব তোমার কাছে আসবে;আমার পবিত্র জায়গা সাজাবার জন্যআসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।

14. তোমাকে যারা অত্যাচার করততাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই তোমাকে প্রণাম করবেআর তোমাকে সদাপ্রভুর শহর,ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 60