ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 59:4-7 পবিত্র বাইবেল (SBCL)

4. কেউ ন্যায়ভাবে মামলা করে না, কেউ সততার সংগে মামলার ওকালতি করে না। তারা বাজে যুক্তির উপর নির্ভর করে আর মিথ্যা কথা বলে; তারা দুষ্টতা গর্ভে ধরে আর মন্দতার জন্ম দেয়।

5. তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় আর মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলোর একটা ভাঙ্গলে বিষাক্ত সাপ বের হয়।

6. তাদের মাকড়সার জালে কাপড় হয় না; তারা যা পরে তা দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের সব কাজ মন্দ, তাদের হাতে আছে অনিষ্টের কাজ।

7. তাদের পা পাপের দিকে দৌড়ে যায়; তারা নির্দোষীর রক্তপাত করবার জন্য তাড়াতাড়ি যায়। তাদের চিন্তা সবই মন্দ এবং তাদের পথে ধ্বংস ও সর্বনাশ থাকে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 59