ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যিশাইয় 59:10-20 পবিত্র বাইবেল (SBCL)

10. আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই; যাদের চোখ নেই তাদের মতই পথ হাতড়াই। যেন সন্ধ্যা হয়েছে সেইভাবে আমরা দুপুরেই উছোট খাই; আমরা জীবিতদের মধ্যে মরার মত।

11. আমরা সবাই ভাল্লুকের মত গর্জন করি, ঘুঘুর মত কাতর স্বরে ডাকি। আমরা ন্যায়বিচার পেতে চাই, কিন্তু পাই না; আমরা উদ্ধার পেতে চাই, কিন্তু তা অনেক দূরে থাকে।

12. হে সদাপ্রভু, তোমার চোখে আমাদের অন্যায় অনেক বেশী; আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমাদের অন্যায় আমাদের সংগে সংগেই রয়েছে আর আমাদের দোষের বিষয় আমরা জানি।

13. সেগুলো হল, বিদ্রোহ আর তোমাকে অস্বীকার করা, আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়া, অত্যাচার ও বিদ্রোহের জন্য উস্‌কে দেওয়া আর অন্তর থেকে মিথ্যা কথা বের করে এনে তা বলা।

14. সেইজন্য ন্যায়বিচারকে হটিয়ে দেওয়া হয়েছে আর ন্যায্যতা দূরে দাঁড়িয়ে আছে; সত্য রাস্তায় রাস্তায় উছোট খেয়েছে, সততা ঢুকতে পারছে না।

15. সত্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না, আর যে মন্দকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়।সদাপ্রভু এই সব দেখলেন আর ন্যায়বিচার নেই বলে অসন্তুষ্ট হলেন।

16. তিনি দেখে অবাক হলেন যে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই; কাজেই তিনি তাঁর শক্তিশালী হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন আর এই কাজে তাঁর ন্যায্যতা তাঁকে সাহায্য করল।

17. তিনি বুক রক্ষার জন্য ন্যায্যতা পরলেন আর মাথা রক্ষার জন্য উদ্ধার মাথায় দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন আর চাদরের মত করে আগ্রহ গায়ে জড়ালেন।

18. লোকেরা যা করেছে তা-ই তিনি তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর ক্রোধ ঢেলে দেবেন আর শত্রুদের কুকাজের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের যা পাওনা তা-ই তিনি তাদের দেবেন।

19. পশ্চিম দিকের লোকেরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করবে আর পূর্ব দিকের লোকেরা তাঁর মহিমা দেখে ভক্তিপূর্ণ ভয় পাবে, কারণ সদাপ্রভু তাঁর নিঃশ্বাসের ঝাপ্‌টায় তাড়ানো বাঁধ-ভাংগা বন্যার মত আসবেন।

20. সদাপ্রভু বলছেন, “যাকোবের যারা পাপ থেকে মন ফিরিয়েছে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যিশাইয় 59